নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি প্রি-ক্যাডেড একাডেমি শিক্ষাপ্রতিষ্ঠানের হলরুমে সোমবার সকাল ১১ টায় চিলাহাটি ইয়ুথ হাব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল ইসলাম, হুমায়ুন কবির, ডোমার যুব উন্নয়ন কর্মকর্তা হাবিব মর্তুজা, নীলফামারী প্রকল্প সমন্বয়কারী একশন ফর ইম্প্যাক্ট, ইউএসএস নির্মল রায়, চিলাহাটি প্রি-ক্যাডেড একাডেমির অধ্যক্ষ রকিব হোসেন রন, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু। বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান, চিলাহাটি যুব প্রচেষ্টার সভাপতি মোকাদ্দেস হোসেন লিটু, অর্পন যুব সংগঠনের সভাপতি আব্দুল আজিজ রিপন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, এলাকার বিভিন্ন সংগঠনের যুব ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার যুবকদের জন্য বিভিন্ন প্রশিক্ষনের রাস্তা খুলে দিয়েছে। তারা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধমে মংস্য প্রশিক্ষন, সেলাই প্রশিক্ষন, কম্পিউটার প্রশিক্ষন, ড্রাইভিং প্রশিক্ষন, গবাদি পশু পালন সহ হাস-মুরগীর খামার নিয়ে নিজেরাই প্রশিক্ষন নিয়ে উপার্জনের রাস্তা খুলতে পারে। এতে সহযোগিতা করবে সরকার। আগামিতে চিলাহাটিতে ইয়ুথ হাব প্রকল্পের মাধ্যমে চিলাহাটি যুব আইসিটি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হলে এখানে বহু ছেলে-মেয়ে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরাই নিজেদের উপার্জনের রাস্তা খুজে বের করতে পারবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সানমুন কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আজাদুল হক প্রামানিক।