রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ধনবাড়ীতে শুরু তারুণ্যের উৎসব

আল্লাহ যখন চাইবেন, তখনই অবসরের সিদ্ধান্ত নেবো : আফ্রিদি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, ‘আমি তখনই অবসরে যাবে, যখন আল্লাহ চাইবেন।’ গত রোববার করাচিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম খবর জানায়। ক্রিকেট থেকে নিজের অবসরের বিষয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘আমার অবসর সেদিন হবে যেদিন আল্লাহ আমাকে বলবেন। আল্লাহর ওপর আমার অনেক ভরসা। বান্দা অধিকার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
এদিকে পাকিস্তানের দলের ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বুম বুম খ্যাত এই অলরাউন্ডার বলেন, বোর্ড থেকে এমন কোনো প্রস্তাব এখনো তিনি পাননি। আফ্রিদি বলেন, ‘কোচিংয়ের সম্পর্কে যদি এমন কোনো প্রস্তাব পাই, তবে নিশ্চয়ই তা জানাবো।’
আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন আফ্রিদি। পিএসএলের সপ্তম সিজনের টুর্নামেন্টে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে থাকবেন সরফরাজ আহমেদ। পিএসএলে শহিদ আফ্রিদি কোয়েটা গ্লাটিয়েটর্সের হয়ে মাঠে নামবেন। এই দলের অধিনায়ক থাকবেন সরফরাজ আহমেদ। আফ্রিদি বললেন, অধিনায়ককে যথাসাধ্য উৎসাহ দেয়ার চেষ্টা করবো। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরকে স্বাগত জানিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তানে যেই দলই আসুক, তারা যেনো পূর্ণশক্তি নিয়ে আসে। এমন যেনো না হয় যে বড় বড় দলগুলো তাদের দ্বিতীয় সারির দলকে খেলতে পাঠায়।’
সূত্র : এক্সপ্রেস নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com