পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেছেন, ‘আমি তখনই অবসরে যাবে, যখন আল্লাহ চাইবেন।’ গত রোববার করাচিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম খবর জানায়। ক্রিকেট থেকে নিজের অবসরের বিষয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘আমার অবসর সেদিন হবে যেদিন আল্লাহ আমাকে বলবেন। আল্লাহর ওপর আমার অনেক ভরসা। বান্দা অধিকার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’
এদিকে পাকিস্তানের দলের ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বুম বুম খ্যাত এই অলরাউন্ডার বলেন, বোর্ড থেকে এমন কোনো প্রস্তাব এখনো তিনি পাননি। আফ্রিদি বলেন, ‘কোচিংয়ের সম্পর্কে যদি এমন কোনো প্রস্তাব পাই, তবে নিশ্চয়ই তা জানাবো।’
আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন আফ্রিদি। পিএসএলের সপ্তম সিজনের টুর্নামেন্টে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে থাকবেন সরফরাজ আহমেদ। পিএসএলে শহিদ আফ্রিদি কোয়েটা গ্লাটিয়েটর্সের হয়ে মাঠে নামবেন। এই দলের অধিনায়ক থাকবেন সরফরাজ আহমেদ। আফ্রিদি বললেন, অধিনায়ককে যথাসাধ্য উৎসাহ দেয়ার চেষ্টা করবো। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফরকে স্বাগত জানিয়ে শহিদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তানে যেই দলই আসুক, তারা যেনো পূর্ণশক্তি নিয়ে আসে। এমন যেনো না হয় যে বড় বড় দলগুলো তাদের দ্বিতীয় সারির দলকে খেলতে পাঠায়।’
সূত্র : এক্সপ্রেস নিউজ