শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

পার্বতীপুরে ভয়াবহ ট্রেন-ট্রাক সংঘর্ষ ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত আহত ২

মাহফিজুল ইসলাম রিপন/মনজুরুল আজিজ পলাশ
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

১৩ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু

পার্বতীপুরে বালু বোঝাই ট্রাক্টরের সাথে সংঘর্ষে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে গেছে। এতে ট্রেন চালক (এলএম) আব্দুর রশিদ সরকার ও সহকারী চালক (এএলএম) ইউনুস আলী গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দূর্ঘটনা কবলিত ট্রাক্টরটি চার টুকরো হয়ে গেছে। ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে চারটার দিকে মন্মথপুর রেল স্টেশন পার হয়ে আউটার সিগন্যাল সংলগ্ন যশাই মোড় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর থেকে দিনাজপুরের সাথে সারা দেশের রেল যোগাযোগ দীর্ঘ ১২ ঘন্টা বন্ধ ছিল। বুধবার বিকেল সাড়ে ৪টায় উদ্ধার কাজ শেষ হলে পঞ্চগড়ের সাথে সারা দেশের ট্রেন চলাচল পূনরায় শুরু হয়। দূর্ঘটনার কারনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, বুড়িমারী থেকে ছেড়ে আসা বিরলগামী কমিউটার ট্রেন, পার্বতীপুর-পঞ্চগড় রুটে চলাচলকারী কাঞ্চন এক্সপ্রেস ও বাংলাবান্দা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রেন আটকা পড়ায় যাত্রীরা দূর্ভোগের শিকার হন। আন্তঃনগর দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটিও ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি এবং রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনটি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে থাকে। ঘটনা তদন্তে রেলওয়ের পশ্চিমজোনের লালমনিরহাট ডিভিশনের ট্রাফিক সুপারিনটেনডেন্ট সালিতুন নেছাকে আহবায়ক করে পাচঁ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী ও প্যাসেঞ্জার মাস্টার আনোয়ার হোসেন জানান, রাত সোয়া ৪টার দিকে ৭৬৮নং আন্তঃনগর দোলনচাঁপা এমটি (খালি) ট্রেনটি পার্বতীপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১৫ মিনিট পর যশাইমোড় সংলগ্ন ৬ নম্বর রেলগেট পার হওয়ায় সময় বালুবোঝাই একটি ট্রাক্টর রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে থাকায় এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর-রংপুর-গাইবান্ধা হয়ে বগুড়–া পর্যন্ত চলাচল করে থাকে। রেলওয়ের পশ্চিমজোনের লালমনিরহাট ডিভিশনের পরিবহন ম্যানেজার (ডিআরএম) শাহ্ সুফি নুর মোহাম্মদ বেলা আড়াইটার দিকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার তৎপরতা চলছে। ইতিমধ্যে লাইনচ্যুত বগিগুলো সরানো হয়েছে। এখন ইঞ্জিন উঠানোর কাজ চলছে। বিকেল সাডে ৫ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com