বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
নতুন প্রজন্মের সবাইকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘দাম শুনেই চলে যাচ্ছেন ক্রেতারা’ গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের বক্তব্য দুরভিসন্ধিমূলক: ওবায়দুল কাদের ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় মাওলানা রফিকুল ইসলাম খান বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো ছয়টি রাজ্যের ভোটাভুটিতে ট্রাম্পের থেকে এগিয়ে বাইডেন জিয়াউর রহমানকে অসম্মান করা মানে স্বাধীনতাকে অস্বীকার করা : মির্জা ফখরুল নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ : ধর্মমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি মৃত্যু হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাবে দেশটিতে কোভিড-১৯ রোগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ হাজার ৭০২ জন। আর একদিনে আক্রান্ত হয়েছে ২৫ হাজারের বেশি মানুষ, মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৭ হাজার ১৪৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বুধবার একদিনে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৩ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ২৯৪ জন।

সেরে উঠেছে ২ লাখ ৯৮ হাজার ৪১৮ জন। অবশ্য ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ১৬ লাখ ২০ হাজার ৯০২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৯৬ হাজার ৩৫৪ জনের।

গত ডিসেম্বরে চীনে করোনা সংক্রমণের পর ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যাতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫১ লাখ। আর মৃত্যু ৩ লাখ ৩৪ হাজারের বেশি।

আক্রান্ত আর মৃতের হিসাবে যুক্তরাষ্ট্রের ধারেকাছে কেউ নেই। দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক, সেখানে ৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৮ হাজার ৭৪৩ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com