সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

ছোট চরিত্রে অজয়ের পারিশ্রমিক ৩৫ কোটি, আলিয়ার ন’ টাকা কোটি টাকা

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ছবির প্রচার-ঝলক থেকে প্রচার অনুষ্ঠানÍ আলিয়া ভট্ট এবং অজয় দেবগণের তাক লাগানো উপস্থিতি সর্বত্র। কিন্তু রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ছবিতে বলিউডের এই দুই তারকাই থাকছেন ক্যামিও চরিত্রে। এ কথা স্পষ্ট করে আগেই জানিয়ে দিয়েছিলেন এস এস রাজামৌলি। কিন্তু জানেন কি, অপেক্ষাকৃত ‘ছোট’ চরিত্রে অভিনয় করেও কত পারিশ্রমিক পেয়েছেন অজয়-আলিয়া? ইন্ডাস্ট্রির অন্দরের একজন মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূর্ণদৈঘ্যের চরিত্রের জন্য বলিউডে আলিয়া যা পারিশ্রমিক নিয়ে থাকেন, ‘আরআরআর’-এর ক্ষেত্রেও তা-ই নিয়েছেন। সেই ব্যক্তি বলেন, “ছবিতে ২০ মিনিটেরও কম সময় রয়েছে আলিয়া। তার জন্য ন’কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে।”
অন্য দিকে, এই ছবির জন্য সাত দিন শ্যুট করেছেন অজয়। সেই এক সপ্তাহের জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই ব্যক্তির কথায়, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্য ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।ছবিতে কম সময়ের জন্য থাকলেও আলিয়া এবং অজয়ের চরিত্রগুলি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজামৌলি। দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। অজয়ের চরিত্রকেও এ ছবির প্রাণ বলে তকমা দিয়েছেন পরিচালক।- আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com