বিপিএলে বরাবরই ফেবারিটের তালিকায় থাকে বরিশাল। তবে এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি দলটি। এবার ফরচুন বরিশালের হয়ে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিশ্বসেরা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সাথে আছেন ক্রিস গেইলসহ মুজিব উর রহমানদের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা। বরিশালের হয়ে খেলতে যাচ্ছেন, এমনটি ভাবতেই রোমাঞ্চিত সাকিব আল হাসান। শুধু তাই নয়, তার চোখ ট্রফিতে। বিপিএলের আগের আসরগুলোর মধ্যে সাকিব একবার খেলেছেন খুলনা রয়্যাল বেঙ্গলস দলে, একবার রংপুর রাইডার্সে। বাকিগুলোয় খেলেছেন ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে। এবার বরিশালের হয়ে চমক দেখাতে প্রস্তুতি সাকিব।
শনিবার দলের এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে সর্বোচ্চ, আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।’ দল নিয়ে খুশি সাকিব। সাকিব বলেন, ‘দল নিয়ে আমি খুবই খুশি। আমার মনে হয়, ব্যালান্সড একটি দল হয়েছে। প্রতিটি দলই আসলে ভালো। আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’ বরিশালে গেইল-মুজিব ছাড়াও আছেন ডোয়াইন ব্রাভো। আছেন ইংল্যান্ডের জেইক লিন্টট। বিশ্ব ক্রিকেটে খুব পরিচিত না হলেও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে দারুণ খেলেছেন তিনি। এবার বরিশালের কোচ হিসেবে থাকছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দেশের খ্যাতিমান কোচ নাজমুল আবেদীন।