সাভারে গত ২৪ ঘণ্টায় আরো নতুন করে ৪১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে সাভারে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৫ জনে।
শুক্রবার (২২ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
তিনি বলেন, গত বুধবার (২০ মে) ১১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৪১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে সাভারে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫৫। এদিকে গত বৃহস্পতিবার (২১ মে) ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে, যার ফলাফল এখনো পাওয়া যায়নি।
সাভারে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৭৮ জনের। এর মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২৩ জন। হোম আইসোলেশনে ৯২ জনসহ বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমআর/প্রিন্স