মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

করোনা রোগীরা ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না: রিজভী

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে কোনও বেড নাই। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে চিকিৎসার জন্য মানুষ হাহাকার করছে।’

শুক্রবার (২২ মে) রাজধানীর উত্তরায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণের সময় এই অভিযোগ করেন তিনি। ৪৭ নম্বর ওয়ার্ডে মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এম কফিলউদ্দিনের উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

রিজভী বলেন, ‘মানুষ করোনায় আক্রান্ত হলেও ডাক্তারের কাছে যাচ্ছে না। যদি পজিটিভ হয়, কোথায় চিকিৎসা নেবে তারা। হাসপাতালে বেড নাই, কোনও চিকিৎসা নাই— কিচ্ছু নাই। সরকার ফ্লাইওভার করেছে, কিন্তু একটা হাসপাতালও নির্মাণ করেনি। হাসপাতালে প্রয়োজনীয় যে আধুনিক সরঞ্জাম দরকার, সেটা দেয়নি।’

তিনি আরও বলেন, ‘মানুষের রোগে-শোকে কমপক্ষে ন্যূনতম একটা চিকিৎসার ব্যবস্থা করা হবে, সেটা এই সরকার করেনি। করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সবচাইতে বেশি প্রয়োজন হয়— সেই অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশের ৯০ শতাংশ হাসপাতালে নেই। অক্সিজেন মাস্ক যেটা দরকার সেটা ৮০ শতাংশ হাসপাতালে নেই। এভাবে এদেশের মানুষ কুকুর-বিড়ালের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করছে।’

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে স্বাস্থ্য খাতে কম বরাদ্দে সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘এবার এডিপিতে স্বাস্থ্য খাতের বরাদ্দ সাত নম্বরে। গত বছর ছিল ১০ হাজার কোটি টাকার একটু বেশি। এবার ১৩ হাজার কোটি টাকা। তাহলে মানুষকে বাঁচানো, মানুষের কল্যাণের কোনও কাজ এই সরকার করেননি, ওইদিকে কোনও নজর নেই। কীভাবে টাকা বেশি আসবে এবং কীভাবে তার দলের নেতাকর্মীদের পকেট ভরবে এই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য।’

রিজভী বলেন, ‘সরকারি হিসাবে ২৮ হাজারের ওপরে করোনায় আক্রান্ত এবং ৪০২ জন মারা গেছে। এটা হচ্ছে সরকারি হিসাব। আর যারা মেডিক্যাল গবেষণা করে, বড় বড় ডাক্তাররা বলেছেন, সরকার যে হিসাব দিচ্ছে, তার থেকে ১০-৪০ গুণ মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। সরকার অনেক পরিসংখ্যান গুম করছে। প্রকাশ হতে দিচ্ছে না। এটা আমার কথা নয়, যারা এসব নিয়ে গবেষণা করছেন তাদের কথা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহসানউল্লাহ হাসান, এবিএমএ রাজ্জাক, মোতালেব হোসেন রতন, মমতাজ উদ্দিন প্রমুখ।

এরপর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর (পূর্ব) ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রিজভী।

এ সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনুকুল ইসলাম শ্রাবণসহ মহানগর পূর্বের নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com