সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকদের মানববন্ধন

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ১৮ জানুয়ারী মঙ্গলবার দুপুরে। রাজস্বখাতে চাকুরী স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন-ভাতার দাবীতে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচী পালণ করেন। সদ্য সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়াধীন শিক্ষকদের সংগঠন বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেল (বিপিটিএফ) এর আয়োজনে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধনে বক্তারা বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্তেও চাকুরী রাজস্বখাতে স্থানান্তরে দীর্ঘসূত্রিতা ও ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা না পাবার কারণে ৭৭৭ জন শিক্ষক চরম হতাশার মধ্যে রয়েছেন। দ্রুত দাবী আদায় না হলে তারা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুমকি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বিপিটিএফ মৌলভীবাজার শাখার সভাপতি মসরুফ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মহসিন, শিক্ষক আবু নাছের, মারুফা খাতুন, তারনুমা আহমেদ, মোঃ ওবাইদুল ইসলামসহ অন্যান্যরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com