শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

বেতাগীতে ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বেতাগীতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন (পিইডিপি-৪) প্রোগ্রামের আওতায় ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় (শিখন কেন্দ্র)‘র উদ্বোধন, ৮-১৪ বছরের ঝড়েপড়া শিক্ষার্থীদের মাঝে দুই হাজার একশ সেট পাঠ্যবইসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও রিসোর্স ডেভেলপ ফাউন্ডেশনের আয়োজনে এবং গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার সহযোগিতায় এর আগে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুত সংলগ্ন মুসুল্লী বাড়িতে বৃহস্পতিবার বিকেলে হিজলতলা উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব এ বি এম গোলাম কবির। বরগুনা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো‘র সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম জিহাদের সভাতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহমুদা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান খাঁন, প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বিশ^াস, এ.কে স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল হাই, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মো: রফিকুল ইসলাম, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার উপজেলা প্রোগাম ব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেন, সংরক্ষিত পৌর কাউন্সিলর মোসা. শাহীনুর বেগম ও পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন ফকির। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অটিজম সেন্টারের বেতাগী উপজেলা সন্বয়কারী জাকিরুল ইসলাম বিশ্বাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com