মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

টানা দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক বিশ্বকাপ পার হতে না হতেই আরেকটির দামামা বেজে উঠেছে। গতকাল শুক্রবার ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও ঠিক করে ফেলেছে আইসিসি, যেখানে বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে। শেষবারের ‘ফাইনাল’ যেন এবার টুর্নামেন্টের শুরুতেই দেখে ফেলবেন ক্রিকেটপ্রেমীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ভারত-পাকিস্তানের বহুল আকাঙ্খিত লড়াই এবার ২৩ অক্টোবর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। দুই দলই পড়েছে সুপার টুয়েলভের গ্রুপ টু’তে। যেখানে আবার থাকছে বাংলাদেশও।
গত বিশ্বকাপে প্রথমপর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। এবার আর সেই ঝামেলা থাকছে না। আগেই নিশ্চিত হয়েছে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্বর্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় সরাসরি সুপার টুয়েলভ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্ব পেরিয়ে আসা দুুটি দলকে মোকাবেলা করতে হবে। ২৪ অক্টোবর হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে টাইগাররা। ৩০ অক্টোবর ব্রিসবেনে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ অ্যাডিলেইডে। ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মোকাবেলা করবে রিয়াদ বাহিনী এদিকে আরেক গ্রুপ অর্থাৎ গ্রুপ ওয়ানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানারআপ নিউজিল্যান্ড ছাড়াও থাকছে ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল। টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৬ অক্টোবর থেকে। যেখানে প্রথমপর্বের ম্যাচে জিলংয়ের মাঠে নামিবিয়ার মোকাবেলা করবে শ্রীলঙ্কা। প্রথমপর্বের বাধা পার হতে হবে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও। এরপর সেরা ১২ দলকে নিয়ে ২৩ অক্টোবর থেকে সুপার টুয়েলভ। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি হবে সিডনি (৯ নভেম্বর) এবং অ্যাডিলেইডে (১০ নভেম্বর)। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com