সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

বাবর আজমকে হারিয়ে বর্ষসেরা মুশফিক

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং পারফর‌ম্যান্সের পুরস্কার জিতেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। রোববার এই পুরস্কার পান তিনি। ব্যাটিং পারফরম্যান্সের জন্য মুশফিকুর রহিমের সঙ্গে মনোনীত হয়েছিলেন নিউজিল্যান্ডের টম লাথাম, ইংল্যান্ডের বেন স্টোকস, স্যাম কুরান, জেমন ভিন্স, পাকিস্তানের বাবর আজম, ফখর জামান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবার্নি, ভারতের দীপক চাহার ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান।
গত বছরের মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলেন মুশফিক। মুশফিকের সে ুরিতে ওই ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৬ রান। বৃষ্টির কারণে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। জবাবে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। বাংলাদেশ জয়লাভ করে ১০৩ রানের ব্যবধানে।
অন্যদিকে বর্ষসেরা বোলিং বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিলেন দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নিষেধাজ্ঞা থেকে ফিরে গত বছরটি দারুণ কাটিয়েছেন সাকিব আল হাসান। বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। মেহেদেী হাসান মিরাজ গত বছরের মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে নিয়েছিলেন ২টি মেডেন। রান দিয়েছিলেন ৩০, শিকার করেন ৪ উইকেট। সাকিব, মিরাজ ছাড়াও বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের প্রাসিদ কৃষ্ণা, শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা, ইংল্যান্ডের ক্রিস ওকস, স্যাম কুরান, সাকিব মাহমুদ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com