বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

আরএমপি’র সাইবার ট্রেনিং কোর্সের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের “মহানগর (আরএমপি) ২০২২ সাইবার ট্রেনিং কোর্স” এর উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। গতকাল সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদরদপ্তরে ইউএস ডিপার্টমেন্ট অফ স্ট্যাট এন্টি টেরোরিসম এসিসটেন্স (এটিএ), ইউএস এম্বাসি ঢাকার তত্বাবধানে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ২ সপ্তাহ মেয়াদী কোর্সর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ স্বপ্নের সোনার বাংলা ” গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছেন। পুলিশ কমিশনার আরো বলেন, নগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে ডিজিটাল মাধ্যমে সংঘঠিত অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতার করতে আরএমপিতে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে। সাইবার অপরাধ দমন, অপরাধী গ্রেফতার, ডিজিটাল মামলা সহ অন্যান্য মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে সহায়তা করতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে নগরবাসীর আস্থা অর্জন করেছে। তাই সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের দক্ষতা আরো বৃদ্ধি করতেই মূলত এই কোর্সের আয়োজন করা হয়েছে। তিনি তার বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্বারোপ করে গুরুত্বের সাথে প্রশিক্ষন গ্রহণের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এই ধরণের প্রশিক্ষণ প্রদানের জন্য আমেরিকান দূতাবাস, ঢাকা সহ অঞঅ এর প্রশিক্ষকদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন US Departertment of State Anti- Terrorism Assistance (ATA) Gi Ricky Chambers-Advisor, ATA, Scot Bradeen-Cyber Instructor, Jeremy Martin -Cyber Instructor, Asky Hagidok-ATA Coordinator, U.S. Embassy । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও আরএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ সহ আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সদস্যবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com