শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

কালীগঞ্জে মেয়রের নেতৃত্বে পরিষ্কার অভিযান

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রধান রাস্তা শহীদ ময়েজউদ্দিন সড়ক। এই সড়কটি দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, কালীগঞ্জ পৌরসভা, উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার অফিস, কালীগঞ্জ থানা, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ব্যস্ত এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটিতে যানবাহনের চাপ থাকার কারণে রাস্তার দু’পাশে দ্রুত অপরিস্কার হয়ে যায়। বিষয়টি নজরে আনেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান ও কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন। উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে রাস্তার দু’পাশ পরিস্কার-পরিচ্ছন্নকা অভিযান শুরু হয়। আর পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিজেই নেতৃত্ব দিলেন পৌর মেয়র এস.এম রবীন হোসেন। রোববার দিনব্যাপি শহীদ ময়েজউদ্দিন সড়কের দু’পাশ পরিস্কারে তিনি নেতৃত্ব দেন। এ সময় সাথে ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রিপন ও অন্যরা। এর আগেরদিন শনিবার (৩০ জানুয়ারি) রাতে কালীগঞ্জ কাঁচা বাজারে অবস্থিত পয়ঃনিষ্কাশনের ড্রেনটিতে ময়লা আবর্জনায় ভরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খবর পেয়ে ওইদিন রাতেই পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে পৌর মেয়র নিজে গিয়ে ব্যবস্থা নেন। এ সময় মেয়র স্থানীয় ব্যবসায়ীদের ময়লা আর্বজনা ড্রেনে না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য সকল ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করেন। কালীগঞ্জ মেয়র এস.এম রবীন হোসেন বলেন, নিয়মের জন্য হয়তো আমি মেয়র হয়েছি। পৌর শহরের সকল বাসিন্দারাই কিন্তু এই শহরের মালিক। সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সচেতন থাকি তাহলেই এই শহরটাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব। তিনি আরো বলেন, আমরা পৌরসভার সকল কাউন্সিলরদের সাথে নিয়ে ইতিমধ্যে পৌরসভার উন্নয়নে কাজ শুরু করে দিয়েছি। পৌর এলাকার প্রতিটি মানুষের সহযোগীতায় তিনি কালীগঞ্জ পৌরসভাকে আধুনিক শহরে পরিনত করতে চান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com