টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর দেশে বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃষ্টির শেষে উত্তরাঞ্চলে আবারো মৃদু শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে বণিক বার্তাকে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। এ আবহাওয়াবিদ বলেন, আগামীকালও বৃষ্টির এ ধারা অব্যাহত থাকবে। সোমবারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। এ সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা কমে আবার মৃদু শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তবে তা বেশি স্থায়ী হবে না। এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে হালকা শীত অনুভূত হলেও তীব্র শীতের কোনো আশঙ্কা আপাতত নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়লে শীতের মাত্রা কমে যাবে।
আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩০ দশমিক ৩ মিলিমিটার। গতকাল ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, খুলনা ও ময়মনসিংহেও বৃষ্টি হয়েছে। এছাড়া নওগাঁর বদলগাছীতে ১১ মিলিমিটার , ঈশ্বরদীতে ৬, টাঙ্গাইলে ৪, কিশোরগঞ্জের নিকলি ও ময়মনসিংহে ২ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।
গতকাল সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি। ঢাকায় সর্বনি¤œ তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো খুলনার মোংলায়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানায়, সংস্থাটি।