রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

যেভাবে কেটেছে সাকিব-তামিমদের ঈদ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০

পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সৌভাগ্য খুব একটা হয় না জাতীয় দলের ক্রিকেটারদের। বেশিরভাগ সময় তাদের ব্যস্ত থাকতে হয় আন্তর্জাতিক সূচি নিয়ে। এবারের ঈদের আগে করোনাভাইরাস সংক্রমণের কারণে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সৌভাগ্য হয়েছে তাদের। ক্রিকেটারদের জন্য অবশ্য এক দিক দিয়ে ভালোই হয়েছে।

জাতীয় দলের ক্রিকেটারদের এবারের ঈদ কেমন কাটল কিভাবে কোথায় কেটেছে তা জেনে নেয়া যাক এক পলকে-

সম্প্রতি দ্বিতীয় কন্যার সন্তানের বাবা হওয়া সাকিব আল হাসান এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই স্ত্রী-কন্যাদের সঙ্গে ঈদ কেটেছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ একটি ছবি পোস্ট করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

যেখানে সাকিব লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। নিরাপদে থাকুন।’ ছবিতে নতুন অতিথি কোলে সাকিবকে একটু অন্যরকম লুকে দেখা যাচ্ছে। লকডাউনে থাকার সময়টায় তার চুল বেশ বড় হয়ে গেছে।

তামিম ইকবালও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী, পুত্র ও কন্যাকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন দেশসেরা ওপেনার। তাতে লিখেছেন, ‘ঈদ মোবারক। ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন।’

জাতীয় দলের পঞ্চপাণ্ডবের আরও সদস্য মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য পরিবারকে নিয়ে নয়, একক ছবি পোস্ট করেছেন।

মাহমুদউল্লাহ ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম! সবাইকে ঈদ মোবারক। দয়া করে ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। #নিরাপদে থাকুন।’

মুশফিক লিখেছেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com