শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

যমুনায় নৌকাডুবি: ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০
যমুনায় নৌকাডুবি: ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩০

সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ এখনও ৩০ জনের মতো নিখোঁজ রয়েছেন। ৩৫-৪০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে ধান কাটার শ্রমিকসহ নৌকাটি ডুবে যায়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের ধান কাটা শ্রমিক পাষান আলী (৬৫) এবং টাঙ্গাইল নাগরপুরের ওয়েল্ডিং মিস্ত্রি শেখ কামাল হোসেন (৪০)। নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, শিশুটির মা-বাবাসহ কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com