শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০
বজ্রপাত

চাঁপাইনবাবগঞ্জের তিন ইউনিয়নে একই সময়ে বজ্রপাতে এক নারীসহ ৩ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মনাকষা ইউনিয়নের রানিনগর হঠাৎপাড়ার সাইদুর রহমানের ছেলে মামুন (৩৫), শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী রুমালী বেগম এবং সদর সুন্দর ইউনিয়নের মরা পাগলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (৬৭)।

নিহতের স্বজনরা জানান, বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিল রুমালী বেগম। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া সন্ধ্যায় বৃষ্টির সময় মাঠে ঘাস কাটতে গিয়ে মারা যায় মামুন। এছাড়া একই সময় নিজ বাড়ির পেছনের একটি বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান সাদেকুল ইসলাম। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ ও সদর উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তারা।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com