বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে মৃত সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ২২৩ জন। অপরদিকে আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৮৪ হাজার ৬৮৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২৪ লাখ ৩০ হাজার ৫৯৩ জন। এ তথ্য জানিয়েছে করোনা আপডেট ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত ও নিহতের দিক দিয়ে সবার শীর্ষে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৫৭২ জনের। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৬৯ জন।
আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৫০৭ জন, মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৯৩ জনের।
মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৭ হাজার ৪৮ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ২২৭ জন। এছাড়া ইতালিতে নিহত হয়েছেন ৩২ হাজার ৯৫৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন।
এমআর/প্রিন্স