বগুরায় করোনাভাইরাসে নতুন করে দুই নার্সসহ ১১ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে জেলায় মোট আক্রান্ত ১৯০ জনে দাড়িয়েছে। বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডাক্তার মোস্তাফিজুর রহমান আরো জানান, মঙ্গলবার শজিমেক হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৯০টির মধ্যে ১১টি পজেটিভ ও বাকি ৪টি নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ১৯০ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ জন, মারা গেছেন একজন ও চিকিৎসাধীন রয়েছেন ১৭৩ জন।
এমআর/প্রিন্স