নওগাঁয় যৌন ও প্রজনন স্বাস্থ্য (এস আর এইচ আর) নিয়ে কাজ করতে প্রত্যক্ষ সহায়কদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’ররাইট হিয়ার রাইট নাউ ২ প্রকল্পের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ এম এইচ এম মাহফূজূল আলম, অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট ডাঃ নাফি উল ইকবাল প্রবাস, এনজিও প্রতিনিধি, কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক, অভিবাবকরা বক্তব্য রাখেন। সভার উদ্দেশ্য এবং প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন মো: আবদুল হালিম- ডিস্ট্রিক্ট ইয়্যুথ। বক্তারা ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বৈচিত্র্য নির্বিশেষে সকল জনগোষ্ঠীর অর্ন্তভূক্ত যুব ও তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা অধিকার নিশ্চিত করার বিষয়ে উপস্থিতি ব্যাক্তি গণ আশাবাদ ব্যক্ত করেন।