সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে হবে: লিজ ট্রাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেয়া প্রয়োজন। লিথুয়ানিয়া সফরে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ কথা বলেছেন। তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসন শুধু ইউক্রেনের স্বাধীনতা এবং আত্মমর্যাদার লড়াই নয়। একই সঙ্গে আমাদের সবার স্বাধীনতা এবং নিরাপত্তার লড়াই। এরই মধ্যে এ জন্য বৃটেন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তার বর্ণনা দেন তিনি। লিজ ট্রাস বলেন, আমাদেরকে আরও যা করতে হবে তা হলো সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার সব ব্যাংককে নিষিদ্ধ করতে হবে। তাদের তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। রাশিয়ার অর্থনীতিকে অবনমন করতে হবে।
আমাদেরকে নিশ্চিত করতে হবে যে, রাশিয়ার অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, যাতে পুতিন আর চলতে না পারেন এবং তার যুদ্ধ মেশিন চালাতে অক্ষম হন। সূত্র: অনলাইন বিবিসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com