ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর। লিটন করলেন দারুণ ফিফটি। বল হাতে আলো ছড়ালেন নাসুম আহমেদ। শেষের দিকে আফগান শিবিরে কাঁপন তুললেন সাকিব-শরিফুল। সব মিলিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দাপুটে বাংলাদেশকে দেখা গেল। জয় এলো রেকর্ড ৬১ রানে। প্রথম ম্যাচ জিতে সতীর্থদের পারফরম্যান্সে বেশ মুগ্ধ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে বৃহস্পতিবার ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ছেলেরা ব্যাট ও বলে যা করে দেখালো, তা দেখাটা ছিল মনোমুগ্ধকর। এনার্জি লেভেল খুব ভালো ছিল। ভেবেছিলাম আমরা যে স্কোর গড়েছি, তা পৌঁছানো সম্ভব। কিন্তু নাসুম শুরুতে দারুণ করে। যাতে ম্যাচের মোড় ঘুরে যায়।’ মাহমুদউল্লাহ আরো বলেন, ‘লিটন দারুণ করেছেন ব্যাট হাতে। আমরা খুব খুশি আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি জিতে। তবে এখানেই থেমে থাকছি না। আমাদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচও জেতা।’
অন্যদিকে এমন ম্যাচ হেরে বেশ হতাশ আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তার মতে, বোলাররা ভালো করেছে। তবে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় লক্ষ্যে পৌঁছানো যায়নি। তিনি বলেন, ‘বোলাররা দারুণ করেছে। তাদের আটকে রাখা গিয়েছিল ১৫০ এর মধ্যে (১৫৫)। আমরা ভেবেছিলাম এমন লক্ষ্য স্পর্শ করা সম্ভব। কিন্তু পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানোর পর সবকিছু বদলে যায়। আমরা চেষ্টা করব শেষ ম্যাচ জিততে।’