শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

সৌদিতে গোলাগুলি, প্রাণ গেল ৬ জনের

খবরপত্র ‍নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

সৌদিতে দুপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন ৬ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের এ ঘটনায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

সৌদি পুলিশের মুখপাত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের মুখপাত্র জানান, মঙ্গলবার আসির প্রদেশে এ সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক।

তিনি বলেন, এ অপরাধে ব্যবহৃত অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করছেন প্রসিকিউটররা।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com