কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় শ্রমিক দলের উপপেদেষ্টা এ্যাড, মজিবর রহমান সরোয়ার বলেছেন, ৭৪ সালে এদেশে দুঃভিক্ষ হয়েছিল দেশে গণতন্ত্র ছিল না বলে। এবার দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশ ছোয়া হয়ে উঠেছে জনগনের সরকার ও গণতন্ত্র নেই বলে। দেশে আজ কোন জবাব দিহীতা নেই। এই নির্বাচন কমিশনার সরকারের একটি আজ্ঞাবহ কমিশনার এই কমিশনারের মাধ্যমে দেশের মানুষ সুষ্টভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে কেহ বিশ্বাস করে না। শুক্রবার আছরবাদ বরিশাল নগরীর পোর্টরোড জামে মসজিদে বরিশাল জেলা শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক বসির আহমেদ এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজনে আয়োজিত আলোচনা ও দোয়া-মোনাজাতের পূর্বে তিনি একথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন এই বর্তমান সরকারের সময়ে আমি আমার নিজের ভোট পর্যন্ত কেন্দ্রে গিয়ে দিতে পারি নাই তারা সকলের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন সময় এসেছে জনগণের যে যেখানে আছে তাদের সকলকে জেগে উঠতে হবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্য হতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপি সহ-সভাপতি সৈয়দ আহসান কবির হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড, মহসিন মন্টু, এ্যাড, মোঃ শহিদ হোসেন, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর পাঠান, সহ-যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, আলাউদ্দিন অহমেদ, কেন্দ্রীয় শ্রমিক দল সহ-সাধারন সম্পাদক এম,জি ফারুক, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল হক ফরাজী, সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিকদল সিনিয়র সহ-সভাপতি আঃ রব হাওলাদার,সহ-সভাপতি মোঃ নান্নুু মিয়া,মোঃ জাহাঙ্গির, নুর আলম, মোঃ মহসিন, যুগ্ম সম্পাদক মোঃ কামাল, লিটন, বাচ্চু, মনু, কবির, থানা শ্রমিকদল সভাপতি সম্্রাট, ইদ্রিশ মল্লিক, জুয়েল লস্কর, জলিল, শহিদুল, হাইয়ূম, আকাশ, মফিজ, শাহজাহান, রিকু, শাহিন, জয়নাল, কাদের, আলাল, লিটন, বরিশাল বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন, জাহিদুল ইসলাম সমির, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান সহ বিভিন্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া-মোনাজাতে অংশ গ্রহন করে। পরে মজিবর রহমান সরোয়ার দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে পদ্ধাবত রোডস্থ সাবেক বরিশাল জেলা যুবদলের সভাপতি খাজা মোঃ ইকবালকে দেখতে যান।