বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
রায়গঞ্জে তারুণ্যের উৎসবে শোভাযাত্রা চকরিয়া গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক মেধা পুরস্কার বিতরণ আলীকদম সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ছাত্রদলরে র্মাচ ফর জাস্টসি ছাত্রলীগরে বচিার দাবতিে স্মারকলপিি প্রদান মুন্সীগঞ্জ কে কে গভঃ ইনিস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া, মিলাদ ও পুরস্কার বিতরণ পিরোলী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ গজারিয়াকে উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব ভূমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দকৃত অর্থ হতে বঞ্চিত বোরহানউদ্দিনে দুই বাসের সংঘর্ষে আহত ৮ পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বসুরহাটে পুলিশি বাধার মুখে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির মিছিল

সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০ঘটিকায় তেল,গ্যাস,বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি বসুরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কালামিয়া ম্যানশনের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।পুলিশের বাধার উপেক্ষা করে মিছিলটি সামনে এগুতে থাকে। মিছিলে বিএনপির নেতা কর্মীদের মাঝে কিছুটা উত্তেজনা বিরাজ করে এবং সরকার বিরুদ্ধী নানান স্লোগান দিয়ে এগুতে থাকলে পুলিশ কিছুটা পিছু হেঁটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে বিএনপির নেতৃবৃন্দ উত্তেজিত নেতা কর্মীদের থামিয়ে কালামিয়া ম্যানশনে সামনে এসে পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিল ও সমাবেশ শেষ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন,বিএনপি নেতা বেলায়েত হোসেন প্রমুখ।সংক্ষিপ্ত সমাবেশে মাহমুদুর রহমান রিপন বলেন, এ অবৈধ সরকারের কর্তৃক দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে।অবিলম্বে এ লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসা সুযোগ করে দেয়ার দাবী জানান।রিপন বলেন,আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সর্বস্তরের জনগণকে দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারকে হটাতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com