এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”শ্লোগানে রায়গঞ্জ উপজেলার নলকা ক্লাস্টারের বোয়ালিয়ার চর সপ্রাবিএ তারুণ্যের উৎসব-২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহ:বার সকাল ৯ টায় এ উপলক্ষ্যেবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের সমন্বয়ে বিদ্যালয় মাঠ হতে একটি শোভাযাত্রা বের করা হয়। নতুন বাংলাদেশ গড়া ও জুলাই গণঅভ্যুথানের প্রকৃত উদ্দেশ্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জুলাই গ্রাফিতি ও তারুণ্যের উৎসব নিয়ে আলোচনা সভা করা হয়। এ ছাড়াও আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল” কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক/শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় গৃহ, খেলার মাঠসহ আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।