বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রভাষক বশির উদ্দিন স্বৈরাশাসকদের মত সরকারের কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত-টঙ্গীবাড়ীতে ড. আসাদুজ্জামান রিপন লালমোহনে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন গঙ্গাচড়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার চকরিয়া গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক মেধা পুরস্কার বিতরণ রায়গঞ্জে তারুণ্যের উৎসবে শোভাযাত্রা চকরিয়া গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক মেধা পুরস্কার বিতরণ আলীকদম সেনা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ছাত্রদলরে র্মাচ ফর জাস্টসি ছাত্রলীগরে বচিার দাবতিে স্মারকলপিি প্রদান

বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রভাষক বশির উদ্দিন

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

টঙ্গী পশ্চিম থানা বিএনপি কর্তৃক ‘রাষ্ট্র মেরামত ৩১ দফা’ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) টঙ্গী-পশ্চিম থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দকে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা অর্জনে নেতাকর্মীদের দিকনির্দেশনা পর্যালোচনা কর্মশালায়, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম শুক্কুর, বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম। এ সময় অনুষ্ঠানের সভাপতি প্রভাষক বশির উদ্দিন তার বক্তব্যে বলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র মেরামত ৩১ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এই দফাগুলোর বাস্তবায়ন দেশের গণতন্ত্র ও উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। রাষ্ট্র মেরামত ৩১ দফা তারই একটি অংশ। এই দফাগুলোর মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা রাষ্ট্র মেরামত ৩১ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা এই দফাগুলোকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই দফাগুলো নিয়ে দেশব্যাপী প্রচার চালাবে এবং জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। তিনি টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ দূসরদের কেউ কেউ পুনর্বাসনের চেষ্টা করছেন। বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন মিটিং মিছিলে তাদেরকে দেখা যাচ্ছে। আওয়ামী দূসরদের সাথে মিশে লিয়াজু করে ব্যবসা করছেন তাদের হুশিয়ার করে দিতে চাই কোন আওয়ামী দূসরদের দলে জায়গা দেওয়া হবেনা। যারা পূর্ণবাসনের চেষ্টা করবে, দলে জায়গা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।এ সময় তিনি বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সদস্য সচিব রাতুল ভুঁইয়া, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, বিএনপি নেতা আতিক, ৫৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যয় ব্যাপারী, সদস্য সচিব শাহাদাত হোসেন দিপু দেওয়ান। মহিলা দলের নেত্রী ফেরদৌস, যুবদল নেতা জনি, ৫৫নং ওয়ার্ড বিএনপির নেতা মনির হোসেন, বিএনপির নেতা আবু শাকের, হাজী জহিরুল, ৫২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com