ভোলার লালমোহন উপজেলায় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরধোন মৎস্যঘাট এলাকায় নির্মাণাধীন ওই অবতরণ কেন্দ্রটি পরিদর্শন করেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শনকালে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, এসসিএমএফপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শরিফুল আজম, কন্সালটেন্ট টিমের সদস্য মো. আমিনুল ইসলাম ও মো. হারুন অর রশিদ, লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং স্টোকহোল্ডাররা উপস্থিত ছিলেন।