নড়াইল জেলা কালিয়া উপজেলা ১১নং পিরোলী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৪টায় পিরোলী বাজার বিএনপি অফিসে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান কালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে এবং কালিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফরিদ শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জেলা শ্রমিক দলের সভাপতি সাহিদুজ্জামান আমল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক স.ম রেজাই বাবরী কামাল, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল মোল্যা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো : নুর ইসলাম, থানা শ্রমিক দলের সদস্য মো: বাবলু মল্লিক, ১১নং পিরোলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলতাফ শেখ, ৪নং মাউলী ইউনিয়নের জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি মো : মনিরুল শেখ, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোরশেদ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।