সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

নুসরাত ফারিয়ার ‘রকস্টার’ হিন্দিতেও মুক্তি পাবে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার নতুন সিনেমা ‘রকস্টার’ বাংলার পাশাপাশি হিন্দি ভাষায় মুক্তি পাবে। বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জানান, সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা যশ। ‘রকস্টার’ সিনেমা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শনিবার (৫ মার্চ) পর্যন্ত টানা শুটিংয়ের মাধ্যমের ‘রকস্টার’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গত রোববার (৬ মার্চ) প্রায় তিন সপ্তাহ পর ঢাকায় ফিরেছি। ফেরার সময় সুখবর নিয়ে এলাম। সেটা হচ্ছে, সিনেমাটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।
‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। তিনি জানান, প্রতিশোধের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমাটি। যেখানে রকস্টার যশের ভক্ত ফারিয়া। তাদের প্রেম-ভালোলাগার মধ্যেই চলে আসবে প্রতিশোধের গল্প। এর আগে যৌথ প্রযোজনার পাশাপাশি কলকাতার সিনেমায়ও দেখা গেছে নুসরাত ফারিয়াকে। সেখানে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’ সিনেমা মুক্তি পেয়েছে। নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পায় ২০২০ সালে। এরপর একাধিক সিনেমায় কাজ করলেও কোনোটি মুক্তি পায়নি। তবে উপহার দিয়েছেন মিউজিক ভিডিও। নিজের কণ্ঠে গান গেয়ে এ পর্যন্ত তিনটি গান প্রকাশ করেছেন ফারিয়া। সেগুলো ব্যাপক সাড়াও পেয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com