রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

চলতি অর্থবছর আউশ উৎপাদন কমেছে

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আউশ ফসলের প্রাক্কলিত হিসাব ২০২১-২২ শীর্ষক প্রতিবেদনের তথ্যমতে, গত ২০২০-২১ অর্থবছরে ৩২ লাখ ৮৪ হাজার ৭১০ টন আউশের উৎপাদন হলেও চলতি অর্থবছরে তা ৩০ লাখ ৮৫৭ টনে নেমে এসেছে। অর্থাৎ উৎপাদন কমেছে প্রায় ২ লাখ ৮৪ হাজার টন। ফলে এক অর্থবছরের ব্যবধানে উৎপাদন কমেছে প্রায় ৮ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে গত ২০২০-২১ অর্থবছরে আউশের আবাদ হয়েছিল ১৩ লাখ ৪ হাজার ৯৯৮ হেক্টর জমিতে। কিন্তু চলতি অর্থবছরে আউশের আবাদ হয়েছে মাত্র ১১ লাখ ৫৯ হাজার ৮০ হেক্টর জমিতে। ফলে এক অর্থবছরের ব্যবধানে আউশের আবাদ কমেছে প্রায় ১ লাখ ৪৬ হাজার হেক্টর বা প্রায় ১১ দশমিক ১৮ শতাংশ। এ সময় আবাদ সবচেয়ে বেশি কমেছে উফশী জাতের। গত এক অর্থবছরের ব্যবধানে উফশী জাতের আবাদ কমেছে প্রায় ১ লাখ ৩৯ হাজার হেক্টর বা ১১ দশমিক ৬২ শতাংশ। তবে চলতি অর্থবছর আউশের হেক্টরপ্রতি ফলন বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবছরের ফলন হারের প্রাক্কলিত হিসাব প্রতি হেক্টরে ২ দশমিক ৫৮৯ টন, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ২ দশমিক ৫১৭ টন বা প্রায় ২ দশমিক ৮৬ শতাংশ বেশি। বোরোর ওপর চাপ কমানোর পাশাপাশি সেচের সুব্যবস্থা কম, এমন এলাকায় আউশ ধানের বিভিন্ন জাত জনপ্রিয় করার লক্ষ্যে গত কয়েক বছর ভর্তুকি ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু এতসব পদক্ষেপের পরও বাড়ছে না আউশের আবাদ ও উৎপাদন। এক বছরের ব্যবধানে আউশের আবাদ কমেছে ১ লাখ ৩৯ হাজার হেক্টর বা ১১ দশমিক ৬২ শতাংশ। এছাড়া উৎপাদন কমেছে প্রায় ৩ লাখ টন বা ৮ দশমিক ৬৪ শতাংশ।
এ বিষয়ে আউশ ফসলের প্রাক্কলিত হিসাব ২০২১-২২ শীর্ষক প্রতিবেদন প্রস্তুতকারক ও বিবিএসের পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেছেন, বাংলাদেশের প্রধান ফসলগুলোর মধ্যে আউশ অন্যতম। আমন ও বোরোর পাশাপাশি আউশ ফসলও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমন ও বোরোর তুলনায় আউশ ফসলের উৎপাদনশীলতা কম হওয়ার কারণে এ ফসলের চাষাবাদ তুলনামূলক কম হয়। সমসাময়িক অন্যান্য ফসলের চাষাবাদ সহজলভ্য ও লাভজনক হওয়ায় দিন দিন সেসব ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এ বছর আউশ ফসলের জমি হ্রাস পেয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আমন ও বোরো মৌসুমের মধ্যবর্তী সময় ফাঁকা জমিতে আউশ চাষ করে অতিরিক্ত ফলনের সুযোগ থাকলেও জাতের অভাবে আউশ চাষ থেকে সরে যাচ্ছেন কৃষক। তারপর ফসলের ন্যায্য দাম না পাওয়ায় হারাচ্ছেন আগ্রহ। দেশে আউশের আবাদ মূলত প্রচলিত স্থানীয় জাত দিয়ে করার কারণে উৎপাদনশীলতা বেশ কম। অঞ্চলভিত্তিক আবহাওয়াগত পার্থক্য থাকলেও সে অনুযায়ী জাত আসছে না। জলবায়ু পরিবর্তন এবং পানির অভাবের কারণে বোরো ধানের বেশকিছু এলাকায় আবাদ সম্প্রসারণের সুযোগ কমে এসেছে। তবে দেশের অনেক জেলায়ই স্বল্প ব্যয়ে আউশ ধান সম্প্রসারণের সুযোগ আছে। আউশ চাষে কৃষককে লাভবান করতে উচ্চফলনশীল বীজের সম্প্রসারণ ও সুষম সার ব্যবহার প্রয়োজন। সেজন্য আউশের বিদেশী জাত নেরিকা ধানে প্রণোদনা দেয়া হচ্ছে। কিন্তু এ ধান উৎপাদনে তেমন লাভবান হচ্ছেন না কৃষক, ফলে তারা আরো বেশি নিরুৎসাহিত হচ্ছেন। এ সময়ে তারা অন্যসব অর্থকরী ফসল আবাদে আগ্রহী হচ্ছেন।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সার্বিকভাবে ধান ফসলের মোট উৎপাদন বৃদ্ধি করতেই আউশ আবাদ বাড়াতে চায় তারা। এক একর স্থানীয় জাতের আউশ আবাদে কৃষকের খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু হাইব্রিড জাতের বোরো আবাদে খরচ প্রায় ৫০ হাজার ৪৮৩ টাকা। অর্থাৎ আউশ আবাদে বোরোর তুলনায় খরচ কমে প্রায় ৪২ শতাংশ।
এজন্য ২০১৮ সালে আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের ২ লাখ ৩৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪০ কোটি টাকার বীজ, রাসায়নিক সার ও উপকরণ সহায়তা দেয় কৃষি মন্ত্রণালয়। এসব বীজ ও সার বিতরণে মোট খরচ হয় ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার ২৪৫ টাকা। ২০১৯ সালে প্রথমবারের মতো আউশে দুই ধাপে প্রণোদনা দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। আউশ মৌসুমে প্রথম ধাপে দেয়া হয় বীজ, সার, সেচ সুবিধাসহ নগদ অর্থায়ন। করোনা পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে সারা দেশের প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৪৩৪ জন কৃষককে ৪১ লাখ ৮৬০ কেজি বীজ সহায়তা দেয়া হয়েছিল। ২০১৯-২০ অর্থবছরের আউশ মৌসুমে প্রায় ৩৫ লাখ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল। এ লক্ষ্যে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০১৯-২০ অর্থবছরে প্রণোদনা কার্যক্রম নেয়া হয়। দেশের ৬৪টি জেলায় ৪ লাখ ৫৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হয়েছিল। মোট ৪০ কোটি ১৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকার বীজ ডিএপি, এমওপি সার, পরিবহন ও আনুষঙ্গিক ব্যয় প্রদান করা হয়। ২০২০ সালে ১ লাখ ১০ হাজার কৃষককে প্রায় ৯ কোটি টাকার বেশি প্রণোদনা দেয়া হয়েছিল। অন্যদিকে ২০২১ সালে খরিপ-১ মৌসুমে নির্দিষ্ট জেলায় কৃষকদের মাঝে পাঁচ কেজি বীজ, ২০ কেজি ডিএডি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আউশের প্রণোদনার বিষয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। ভূগর্ভস্থ পানির ভারসাম্য ধরে রাখতে আউশ আবাদ বাড়ানো হবে। উচ্চফলনশীল জাতের আউশ ধান আবাদ বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা হবে। তুলনামূলক কম উৎপাদন খরচ এবং সরকারের নানাবিধ ভর্তুকি সহায়তা কার্যক্রম এবং পরিবেশগত বিষয়ের কারণে আউশ আবাদ আবার জনপ্রিয় করাই কৃষি মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য।
জানা গেছে, ১৯৭১-৭২ অর্থবছরে প্রায় ৩০ লাখ হেক্টর জমিতে আউশের উৎপাদন ছিল প্রায় ২৩ লাখ ৪১ হাজার টন। পরবর্তী সময়ে সর্বোচ্চ আবাদ ছিল ১৯৭৫-৭৬ অর্থবছরে। সে সময়ে আবাদ ছিল ৩৪ লাখ ৩০ হাজার হেক্টর। তবে সর্বোচ্চ উৎপাদন হয় ১৯৭৮-৭৯ অর্থবছরে। সে সময়ে উৎপাদন ছিল ৩২ লাখ ৮৭ হাজার টন। যদিও আবাদ হয়েছিল ৩২ লাখ ৩৪ হাজার একর। পরবর্তী এক দশক উৎপাদন ৩০ লাখ টনের ঘরে ছিল। গত অর্ধ যুগের বেশি সময় ধরেই আউশ আবাদে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রণোদনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com