মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

ভোল মাছটি বিক্রি হলো ৪ লাখ ৮০ হাজার টাকায়!

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

বাগেরহাটের শরণখোলায় এক জেলের জালে ২৫ কেজি ওজনের ভোল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকায়। গত রোববার (৬ মার্চ) ভোরে গভীর সাগরে মাছটি সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চর শুঁটকি পল্লির জেলে শুকুর মীরের জালে ধরা পড়ে। এদিন দুপুরে দুবলারচর নিউ মার্কেট এলাকায় সম্রাট নামে খুলনার এক ব্যবসায়ী নিলামের মাধ্যমে ভোল মাছটি কিনে নেন। প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।
জেলে শুকুর মীর বলেন, এবার মাছ ভালো হলেও প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকবার মাছ নষ্ট হয়েছে। তবে এই মাছটি পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। এক সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ পেলাম। এটা জেনে মহাজন অনেক খুশি হবেন। মাছ ক্রেতা সম্রাট বলেন, মাছটি খুবই সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। যে কারণে এর দামও অনেক বেশি। সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর শুঁটকি পল্লির ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, এ বছর জেলেদের জালে বেশ কয়েকটি বড় ভোল মাছ ধরা পড়েছে। জেলেরাও এই মাছ চড়া দামে বিক্রি করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com