নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কর্মসুচিতে পুলিশ বাঁধা দেয়ায় তা পালন করতে পারেনি জেলা যুবদল।বাঁধা পেয়ে রোববার দুপুরে নড়াইল পেসক্লাবে এসে সভাপতির কাছে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, নড়াইল পৌর যুবদলের সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, নড়াইল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জীবন ইসলাম টিপু,নড়াইল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ জামির হোসেন মোল্যা, নড়াইল সদর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য তোফায়েল আহম্মেদ সুমন,বাসুদেব,আশিকুর রহমান রনি,মোঃ মাসুদ রহমান, নাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে আকাশ ছোয়া, জনজীবন বিপন্ন হয়ে পড়লেও সরকার সম্পূর্ন নির্বিকার। নিত্যপ্রয়োজনীয় মূল্যের চরম কষাঘাতে হতদরিদ্র থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষ আজ সরকারের দ্রব্য মূল্যের উর্দ্ধগতির যাতাকলে পিষ্ঠ হচ্ছে। এমতবস্থায় সাধারন নিপীড়িত জনগণের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,সারাদেশে চাল,ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশেরে ডাক দেয়। তারই অংশ হিসেবে রোববার (১৩ মার্চ) সকাল ১১ টায় পূর্ব নিধারিত সময়ে শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যুবদল কর্মসূচি দেয়। নড়াইল জেলা যুবদলের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করার লক্ষ্যে গত ৯ মার্চ তারিখে নড়াইল জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর অনুমতি চেয়ে আবেদন করা হয়। কিন্তু আমাদের আবেদন নাকচ করেছে স্থানীয় প্রশাসন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল বলেন,সারাদেশে শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হলেও নড়াইল জেলায় কেন এত বাধা, সরকারের এত ভয় কেন। নড়াইল জেলা যুবদলের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশে অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির বলেন, যুবদলের কর্মসুচির ব্যাপারে আমার কোন কিছু জানা নেই।