সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বাস চালকের পরিবহন শ্রমিকদের আল্টিমেটাম

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

রাজশাহীর কাটাখালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাস চালক আব্দুর রহিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিটি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন শ্রমিক নেতৃবৃন্দ। এসময় অভিযুক্ত বাস চালকের মুক্তির দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপি মানবন্ধনে অংশ নেয় শত শত শ্রমিক। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে হানিফ পরিবহনের বাস চালক আব্দুর রহিমকে কারাগার থেকে মুক্তি দেওয়া না হলে ২৭ মার্চ থেকে রাজশাহী ও রংপুর বিভাগে বাসসহ সকল যানবাহন চলাচল অনির্দৃষ্টালের জন্য বন্ধ রাখা হবে। এসময় মানবব্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলি, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, নাটোর জেলার সভাপতি মুসতারুল ইসলাম, রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলীসহ অনন্য নেতৃবৃন্দ। এর আগে ২০২১ সালে ২৭ মার্চ দুপুরে রাজশাহীর কাটাখালি কাপাশিয়া এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিকান্ডে ১৭ জন নিহত হন। দুর্ঘটনায় নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com