সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

স্পেনে মৃতদের স্মরণে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

খবরপত্র ‍নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ১০ দিনের রাষ্ট্রীয় শোকের বিশেষ ঘোষণা করছে স্পেন সরকার। এই ভাইরাসের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটি। সেখানে সর্বশেষ গতকাল বুধবার করোনায় একজনের মৃত্যু ঘটেছে। এ পর্যন্ত দেশটিতে ২৭ হাজার ১১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনায়।

বুধবার থেকে শুরু হয়ে আগামী ১০ দিন অর্থাৎ ৫ জুন পর্যন্ত দেশজুড়ে জাতীয় শোক পালন করা হবে বলে মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানান সরকারের মুখপাত্র মারিয়া জেসুস।

মারিয়া জেসুস বলেন, এই সময়ে দেশের সরকারি সব ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। নৌবাহিনীর জাহাজেও পতাকা অর্ধনমিত থাকবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com