শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তি নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার মোজাম্মেল মুন্সি(৫৫)।
তার শরীরে করোনা উপসর্গ ছিল। সে গত ২৪ মে উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। তার লাশ ইসলামী ফাউন্ডেশনের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে জেলায় মৃত্যু ৪জন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৫ জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এরমধ্যে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১ জন ও পৌর এলাকায় ৩ জন।এরমধ্যে একজন নারী রয়েছে। এদের দুইজন ঔষধের দোকানদার। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এরমধ্যে। এরমধ্যে ২ জন ঢাকা থেকে দেশে এসছে।
এছাড়া সদর উপজেলা পৌর এলাকার নিরালা আবাসিক এলাকায় এক নারী করোনায় আক্রান্ত হয়েছে। তার বয়স অনুমান (৬৫)। সে ৮দিন পূর্বে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি এসেছিলেন।এদেরকে নিজ বাড়িতে হোমআইসোলেশনে নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনির আহম্মেদ খান বলেন, নুড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকার মোজাম্মেল মুন্সি নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে সদর হাসতালের আইসোলেশনে মারাগেছেন। তার লাশ ইসলামী ফাউন্ডেশনের সায়তায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের করোনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত এমওডিসি ডাক্তার আঃ রশিদ বলেন, গত ২৪ ঘন্টায় এ জেলায় ১জন মৃত্যু ও ৫ জন নুতন করে সনাক্ত হয়েছে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র