গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও তৃণমূল নেতাকর্মীর পর্যালোচনায় উপজেলার নবনির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার, সাধারন সম্পাদক- শহীদুল্যাহেল কবির ফারুক। সহ- সভাপতি আলহাজ্ব জাকারিয়া খন্দকা, মোজাহারুল ইসলাম, আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব। যুগ্ন- সাধারন সম্পাদক-মোঃ নুরুল হক রাজা বকশি, শাহ্ মোঃ ফজলুল হক রানা। সাংগঠনিক সম্পাদক-আহসান হাবীব প্রামাণিক বাবু, এ.জেট.এম সাজেদুল ইসলাম স্বাধীন। ১৫ মার্চ সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ সপুরা বেগম রুমি, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর+ পলাশবাড়ী) সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাউন্সিলর এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী। সম্মেলনের প্রথম অধিবেশনে শুভ উদ্বোধন ও পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সৈয়দ শামস-উল আলম হিরু।এরপর দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির ঘোষণার মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনা অবসান ঘটে।