রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

বন্যপ্রাণী রক্ষায় মানবিক হতে হবে-উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

“দেশ-জাতির সুষম গুণে বন্যপ্রাণী রক্ষায় মানবিক হতে হবে। যেকোনো মূল্যেই হাতি হত্যা বন্ধ করতে হবে। হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী নিধনের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। বন্যাহাতি নিরীহ প্রানী। তাদেরকে হত্যা করা যাবেনা।” ১৫ মার্চ (মঙ্গলবার) চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আয়োজনে লোহাগাড়া উপজেলার পদুয়া বনরেঞ্জ কর্তৃক সামাজিক বনায়নের উপকারভোগী এবং বন্যাহাতি কর্তৃক ক্ষতিগ্রস্ত জনসাধারণের নিকট ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এমন মন্তব্য করেন। তিনি বলেন, “হাতি চলাচলের প্রচলিত রাস্তা ও করিডোর পুনরুদ্ধার ও পুনঃ বনায়ন করা হচ্ছে। হাতির খাবারের জন্য কলাগাছ এবং অন্যান্য তৃণ জাতীয় উদ্ভিদের চাষ করা হবে। জনসচেতনতা সৃষ্টিসহ হাতি হত্যার শাস্তি এবং হাতির কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট বন বিভাগের কর্মীদের হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন, লোকালয়ে হাতি প্রবেশ করলে বনে ফিরানো, মানুষকে সচেতন করার কৌশল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এসময় উপস্থিত চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, “বর্তমান সরকার বন্যা প্রানী রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ এখন বিভিন্ন খাতে দুর্বার গতিতে এগিয়ে গেছে।” এছাড়াও সাতকানিয়ায় ইকো পার্ক নির্মাণে দ্রুত কাজ বাস্তবায়নে মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ, উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক শাহ চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুুহাম্মদ শিবলী নোমান, পদুয়া সহকারী বন সংরক্ষক এটিএম আজহারুল ইসলাম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। শেষে ৯৫ জন উপকারভোগীদের মাঝে ৮২ লক্ষ ৬৯ হাজার ৬৮৭ টাকা এবং বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৩৪ জনকে ২২ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com