রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

নড়াইলে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

নড়াইলে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে লীলামৃত প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা ৩টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রুপগঞ্জ ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে গিয়ে শেষ হয়। হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মতুয়া রুপকুমার মজুমদারের সভাপতিত্বে জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, মতুয়া মিশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক (অব:) মতুয়া রতœ বলদেব বিশ্বাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অসীম পাল, সমাজসেবক মিনতি রাণী বোস।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, মতুয়া রতœ অশোক কুন্ডু, অধ্যাপক গৌর গাইন, বিমল কৃষ্ণ দাস, রমেশ অধিকারী, সমরেশ মজুমদার, শ্যামল বিশ্বাস ও বিজন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা কমিটির সেক্রেটারি সঞ্জিত রাজবংশী। র‌্যালী শেষে সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে বন্দনা পাঠের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। হিন্দু সম্প্রদায়ের মতুয়া ভক্ত হাজার হাজার নারী-পুরুষ ঢাক-ঢোল পিটিয়ে দলবদ্ধভাবে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন। শাহাবাদ ইউনিয়নের গোপিকান্তপুর গ্রামের হরিদাসি বিশ্বাস জানান, ধর্মীয় অনুভূতি নিয়ে দল সহকারে অনুষ্ঠানে যোগদান করেছি। বাঁধাল গ্রামের শতবছর বয়সী পুলিন জানান,বয়সের কারণে আসতে কষ্ট হলেও অনুষ্ঠানে যোগ দিতে পেরে শান্তি পেয়েছি। উল্লেখ্য, হরিগুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল সদর উপজেলা কমিটির সভাপতি মতুয়া রুপকুমার মজুমদার ব্যক্তিগত পর্যায়ে তহবিল সংগ্রহ করে গত ৩ বছর যাবত ১১টি শ্রী শ্রী হরি নীলামৃত স্কুলের শিক্ষকের বেতন এবং ৩শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই-খাতাসহ শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com