ফরিদপুরের সালথায় ‘সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই পাট ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাট উন্নয়ন কার্যালয় সুত্রে জানাগেছে, এবছর উপজেলায় ৩ হাজার জন তালিকাভুক্ত পাট চাষীদের মধ্যে ১ কেজি পাটের বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টি এস পি ৩ কেজি এম ও পি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্ত মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয় সেন শুভ্র, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা বন কর্মকর্তা মোঃ তোরাপ হোসেন প্রমূখ।