আসন্ন রমাজন মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পন্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারাদেশে এক কোটি উপকারভোগীদের মধ্যে ভর্তুকি মুল্যে টিসিবি’র পন্য সামগ্রী বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে উপজেলা যাচাই বাচাই কমিটির উপকারভোগীদের তালিকা প্রনয়ন করা হয়েছে। উক্ত কার্যক্রমের অংশ হিসেবে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ৯টি ওয়ার্ডে টিসিবি’র পন্য সরকারের নির্ধারিত ভর্তুকি মূল্যে বিক্রয় করার কার্যক্রম শুরু হয়েছে। একটি কার্ডের বিপরীতে ৫৫টাকা দরে দুই কেজি চিনি, ৬৫টাকা দরে দুই কেজি মশুরের ডাল, ৫০টাকা দরে দুই কেজি ছোলা ও ১১০টাকা দরে দুই লিটার সয়াবিন তেল বিক্রয় করা হয়। রবিবার ২৭শে মার্চ সকাল ১০. ঘটিকা হইতে বিকাল ৫.০০ঘটিকা পর্যন্ত টিসিবি’র পন্য বিক্রয় চলবে । হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের মোজাম্মল হাজীর মাঠে সকাল ১০.টায় টিসিবি’র পন্য বিক্রয়ের উদ্বোধন করেন। প্রতিটি কার্ডধারীকে ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মশুরের ডাল, ১১০টাকা দরে দুই লিটার সয়াবিন তেল মোট ৪৬০ টাকায় ৬কেজি পন্য দেওয়া হচ্ছে। এ সময়ে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ নুরফুল ইসলাম (সরা), ২নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ লিটন মিয়া ও ৩নং ওয়ার্ডের কাউন্সিল মোঃ মোশাররফ করিম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছাঃ হ্যাপি আক্তার ও অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ।