যশোরের কেশবপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের দৈন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক বুধবার সকালে ভান্ডারখোলায় ইউপি সদস্য তহমিনা বেগমের উঠানে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য অফিসার আফসানা আফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য তহমিনা বেগম, ডাঃ মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মহিলাদের তথ্য প্রযুক্তি সেবা, চাকুরীর আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ, আইনী সহায়তার পরামর্শ প্রদান, ডায়েবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা, গ্রামীন নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য মার্কেট প্লেস পরিচালনা সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে।