শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

ঝিনাইদহে জেলা পর্যায়ে মানব পাচার রোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা

হুমায়ুন কবির ঝিনাইদহ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

মানব পাচার প্রতিরোধে ঝিনাইদহে জেলা পর্যায়ে মানব পাচার রোধে উদ্বুদ্ধকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে রাইটস যশোর নামে একটি সংগঠন। ‘মানব পাচারের শিকার ভিকটিমদের আর্থ সামাজিক সুরক্ষা প্রদাণ প্রকল্পের অধিনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তমান্নাজ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা শিক্ষা অফিসার সুধাংশ বিশ্বাস , পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক ডা: অলিয়ার রহমান, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, রাইটস যশোর’র প্রজেক্ট অফিসার প্রণব ধর, প্রোজেক্ট কাউন্সিলর আবু সাঈদ। এসময় বক্তারা, মানব পাচার রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে বিদেশ গমনেচ্ছুদের প্রশিক্ষণ নিয়ে সরকারি ভাবে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com