১ এপ্রিল শুক্রবার বিকালে লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠে লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, “চট্টগ্রাম লোহাগাড়ায় এমপি গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্বাগতিক লোহাগাড়া, এ জয় যেন পরিণত হয়েছে লোহাগাড়াবাসীর মিলনমেলায়।” খেলায় লোহাগাড়া ফুটবল একাদশ এর প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দনাইশ ফুটবল একাডেমী। খেলার নির্ধারিত সময় গোলশূণ্য ভাবে সমাপ্ত হয়। পরে টাইব্রেকারে লোহাগাড়া ফুটবল একাদশ ৪-২ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। উদ্বোধক ছিলেন কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) সাংসদ আলহাজ্ব জাফর আলম। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন জনু, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুছ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা এইচএম গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, বটতলী শহর উন্নয়ন কমিটির যুগ্ম আহবায়ক মিয়া মুুহাম্মদ শাহজাহান,লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেন রকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, ইনজামামুল হক যুবরাজসহ খেলা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও হাজার হাজার ক্রীড়ামোদি উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া। খেলা শেষে অতিথিবৃন্দরা খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।