বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বড়মানিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিকেল ৪ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিল্টনকে ৪ নাম্বার ওয়ার্ডবাসীর আয়োজনে মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে হাজারো জনতার উপস্থিতিতে বিশাল এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণসংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের গরীব অসহায় হতদরিদ্র মানুষের আস্থার প্রতীক সাবেক স্বর্ণপদক প্রাপ্ত সুনামধন্য একাধিক বার নির্বাচিত সফল চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত জেলা রেজিস্টার এ কে এম রায়হান মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সানোয়ার হোসেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক মো. আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার মো. ওসমান আলী, সাবেক ইউপি সদস্য মো. রাহিদ হোসেন, কড়িয়া বাজার বনিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আয়নুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মোঃ আপেল আহমেদ, মো. শফিকুল ইসলাম, মো. রাশেদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।