ফরিদপুরের নগরকান্দা সর্বজনিন তুফান মালো রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দিরটি সংস্কারের অভাবে পড়ে আছে দীর্ঘ বছর। উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া (কফাই বালিয়া) গ্রামের তুফান মালো রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দিরটি নির্মাণ করা হয় প্রায় ২০ বছর আগে। এখানে দুর- দুরান্ত থেকে হাজার হাজার পূজারীরা তাদের ওখানে পূজা অর্পণ করার জন্য আসে। কিন্তু মন্দিরের ঘরটি একেবারেই কুঁড়ে হওয়ায় ভক্তবৃন্দদের অনেক সমস্যার সম্মুখে পড়তে হয়। এছাড়া দুর থেকে আসা ভক্তবৃন্দদের থাকারও কোন ব্যাবস্থা হয়না ঘর না থাকার কারনে। প্রতি বছর এই মন্দিরে নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। মন্দির কমিটির সভাপতি তুফান মালো বলেন, রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দিরটি যেন পাকা করণ করা হয় এই আর্জি আমি সরকারের কাছে রাখছি। এছাড়া ও নাম যজ্ঞ অনুষ্ঠান ভক্ত বৃন্দদের খাওয়া দাওয়ায়ও অনেক টাকার প্রয়োজন হয়। আমার এখানকার আমাদের সম্প্রদায়ের লোকজন খুবই গরীব প্রকৃতির। তাই নাম যজ্ঞের সময়ে ভক্তদের খাওয়া দাওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার জন্যও সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। সাবেক ইউপি সদস্য জাকির হোসেন বলেন মন্দিরটির উন্নত মানের নির্মাণের জন্য সভাপতিসহ আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছি।