বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

কেয়ারটেকার-বালুদস্যু আঁতাতে ড্রেজার-বাঁশ পারাপারের অভিযোগ

মনির আহম্মদ কক্সবাজার:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

চকরিয়ার মাতামুহুরী নদীর বাঘগুজারায় অর্ধশত কোটি টাকায় নির্মিত রাবার ড্যামের রাবার ছিড়ে গেছে। একটি স্প্যানের রাবার ব্যাগ ছিঁড়ে যাওয়ায় বোরো চাষের জন্য আটকানো যাচ্ছে না মিঠাপানি। ছেড়া অংশ দিয়ে লবণাক্ত পানি ঢুকে চকরিয়া-পেকুয়ার অন্তত ৫ হাজার হেক্টর চাষাবাদে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রাবার ড্যামটির কেয়ারটেকার আবদুর রহিম বাঘগুজারা রাবার ড্যামের দুই নাম্বার স্প্যানের রাবার ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার ভোরে সামুদ্রিক জোয়ারের সময় এ রাবার ড্যামটির দুই নাম্বার স্প্যানের একটি অংশের রাবার ছিঁড়ে যায় বলে জানান তিনি। একটি সুত্র জানায়, রাবার ড্যামের রাবারের উপর দিয়ে ড্রেজার পারাপার ও উজান থেকে আসা ব্যবসায়িদের বাঁশ পারাপারের কারনে অর্ধশত কোটি টাকায় নির্মিত ডেমের রাবার ছিড়ে গেল চতুর্থবারের মত। সুত্রমতে ৩ এপ্রিল ২০২২ রাতভর বাঁশ পারাপার করার ফলে রাবার ছিড়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে ৪ এপ্রিল ২০২২ রাবার ছিড়ে ভিতরে লবন পানি ঢুকার বিষয়টি নিশ্চিত করেন। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০১২ সালে সরকার মাতামুহুরী নদীর মিঠা পানি আঁটকিয়ে শুস্ক মৌসুমে বোরো চাষের জন্য এ নদীর চকরিয়া-পেকুয়া অংশে চকরিয়ার পালাকাটা, পেকুয়ার বাঘগুজারা ও পেকুয়া ভোলা খালে পৃথক তিনটি রাবার ড্যাম নির্মাণ করে। মাতামুহুরী নদীতে এ রাবার ড্যামগুলো নির্মাণ করার মাধ্যমে প্রতি বছর শুস্ক মৌসুমে চকরিয়া-পেকুয়ায় প্রায় ৬০ হাজার একর জমিতে ইরি বোরো চাষ ও রবি শষ্যের চাষ হয়ে আসছে। ইরি বোরো চাষ শেষে প্রতি বছরের মে মাসের শুরুর দিকে রাবার ড্যামগুলোর রাবার ব্যাগ আবার নামিয়ে দিয়ে মাতামুহুরী নদীর পানি চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু বোরো চাষে পানি সেচের প্রয়োজনীয়তা আরও প্রায় এক মাস রয়ে গেছে। বর্ষার বর্ষনের আগেই রবিবার গভীর রাতে শত শত বাঁশের চালা পার করা হয়। এতে ভোর রাতের কোনো এক সময় পেকুয়ার বাঘগুজারা রাবার ড্যামটির দুই নাম্বার স্প্যানের রাবার ছিঁড়ে গিয়ে নদীর ওপরের দিকের আটকানো মিঠাপানি বের হতে থাকে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, রাবার ড্যামের ওপরের দিকে বেশ কয়েকটি বালি তোলার কাজে ব্যবহৃত ড্রেজার আটকে আছে। রাবার ড্যাম নামিয়ে দিয়ে আটকে পড়া ওই ড্রেজারগুলো বের করে নেওয়ার জন্য ড্রেজার মালিকেরা বেশ কিছুদিন ধরে তদবির চালিয়ে আসছেন। এলাকাবাসীর মতে পানির চাপে নয়, এমনও হতে পারে স্বার্থান্বেষী মহল হয়তো রাবার ছিঁড়ে দিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা জামাল মুরশেদ বলেছেন, ওই ড্যামের দুই নাম্বার স্প্যানের ব্যাগের উপরের অংশ সোমবার ভোর রাতের কোনো এক সময় ছিঁড়ে গেছে। এটি মেরামত করার জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। বালি তোলার ড্রেজার অথবা উজান থেকে আনা বাঁশের চালা বের করে নেওয়ার জন্য ড্যামে কোনো নাশকতা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। কৃষি অফিস সুত্রমতে রাবার ডেম ছিড়ে যাবার কারনে কৃষি ও মৌসুমী ফসলে মারত্মক ক্ষতির আশংকা দেখা দিয়েছে। একটি সুত্র জানায়, ওই রাবার ডেমের উপর দিয়ে ড্রেজার পার করে বালু লুটের দায়ে রাবারডেম এলাকার বিএমচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও বরইতলী ইউনিয়নের সাবেক মেম্বার বাদল সহ ৪ জনের একটি সিন্ডিকেটের বিরোদ্ধে বালু লুটের অভিযোগে পরিবেশ অধিদপ্তরে মামলাও হয়েছে। কিন্তু পাওবো’র পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দোষিদের শাস্তির আওতায় আনার দাবী জানান সচেতন মহল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com