বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাগেরহাট বিভাগীয় শারীরিক কলেজে সাঁতার প্রতিযোগিতার, প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির-২০২১-২২ এর আওতায় বুধবার বিকেল ৪টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাঁতার প্রতিযোগিতার, প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট বিভাগীয় শারীরিক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক তালুকদার। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তাহিদুর মুক্ত।