শনিবার, ২৯ জুন ২০২৪, ১২:০১ অপরাহ্ন

জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস উদযাপনে কালীগঞ্জে আলোচনা সভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২

”সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এ শ্লোগান নিয়ে কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকি ঠান্ডু। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, কালীগঞ্জ সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার যুথি প্রমুখ। যুবরাই আগামী দিনের ভবিৎষত। মাদকের ছোবল থেকে যুবদের রক্ষায় তাদেরকে ক্রিড়াতে সম্পৃক্ত করা প্রয়োজন। এজন্য বেশি বেশি ক্রীড়া অনুষ্টানের আয়োজনের মাধ্যমে যুবদের খেলার মাঠমুখি করাতে হবে। এছাড়াও বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি বাড়াতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com